তোমাকে মৃদুমন্দ হাওয়ার মতো ভালোবেসেছি
আর মৃদুমন্দ ঢেউয়ের মতো গড়পড়তা প্রেম,
নারকেল পাতার বুকে লুটোপুটি জ্যোৎস্নার মতো তোমাকে ভালোবেসেছি প্রিয়তমা।
লাউফুলের বুকে ধূপ- সন্ধ্যার মতো
মেলে দিয়েছি হৃদয়
তুমি আদরের মতো নরম হয়ে ফেরো
অন্ধকার হয়ে আসা সবুজের জাংলায়,
তুমি চোখ মেলে দিলে আমি ভেসে যাবো সোনার জ্যোৎস্নায়।
তোমাকে আমি ভালোবেসেছি অরণ্যের বুক জুড়ে বয়ে চলা নদীর মতো- কী! শীতল মমতা,
তোমাকে আমি ভালোবেসেছি
বকুল গন্ধা বনের মতো
তোমাকে আমি বকুল বাসি প্রিয়তমা।
তোমাকে সকাল বাসি প্রিয়তমা
শীত- শিশিরের মতো
তোমাকে ভালোবাসি রোদ মাখা আঙিনার ঘাস ফুলের মতো,
জলে ভেজা রক্তজবার মতো
রৌদ্রময় ভালোবাসি প্রিয়তমা,
তোমাকে আমি বুনো কুর্চির মতো বাসি
তোমাকে বেসেছি ঝরা শিউলির মতো প্রিয়তমা।