শরৎ কাব্য
রিয়াদ মোর্শেদ
শরতের মেঘের মতো দুরন্ত- খুনসুটিতে
বিষাদ কিংবা আনন্দে তুমিও ওঠো মেতে,
আমার আকাশ- বুকে নীলাম্বর ছুয়ে ছুয়ে
কখনো শীতল পরশ;- প্রশান্তিময়তায় শুয়ে
দেখি;রুপালী জলের যৌবন সবুজ- সফেদ সুখ।
কাঁশবনের উদোম বুক মানসপটে কী এক ছবি আঁকে!
বেদনার ভাঙ্গা পাড়- খরস্রোতা কষ্টের বাঁকে বাঁকে,
তবু কাঁশ হাসে- হাসো তুমি ঢেউ ঢেউ ছন্দ- মধু পিয়ারী
ধূপ গন্ধা শরীর জড়িয়ে তোমার শূভ্র সৌখিন শাড়ী,
হাওয়ায় ভাসা এইসব তুমি পোড়াও আজন্ম দুখ।
স্নিগ্ধ সকালবেলার গান ;- কথা সব- যত অবিরাম
শিউলী শিউলী নয়নে জমে থাকে নিশুতি কাম,
মোলায়েম ভেজা ধূলো পথে তোমার নূপুরের গান শুনি
নিমগ্ন স্বপ্নে আমি শিউলী সুখ খেয়ালীপনায় বুনি,
শিউলীর মতো ফুটেছো নিকোশ রাতে ঝরেছো প্রভাতে।
এই শরৎ সুখ- মেঘ বেদনা হয়তো জানিবে না কোনদিন-
হয়তো কাঁশবনের ঢেউ- সাদা হাসি দেখিবো না আর,
নিঃসঙ্গতার স্বপ্ন নীড়ে সঙ্গোপন যতো সুখের আহার-
সেরে সেরে একদিন চিরতরে বেদনায় ডুবে হবো লীন,
দেখা হতে পারে প্রিয় ঈশ্বর যদি চায় কাঙ্ক্ষিত জান্নাতে।