নুসরাত নুসরাত
কেমনে কাটে একেলা রাত
জোস্নাস্নিগ্ধ জমিন থুয়ে!
অঙ্গে তোমার পোড়া মৃত্যুর আর্তনাদ
কন্ঠে তবু আগুন ঝরা প্রতিবাদ
মৃত্যুর উৎকট গন্ধে পড়োনি'কো নুয়ে।
জাহান? নুসরাত জাহান!
হিংস্র কালোমুখ-সাদা মুখো শয়তান
নির্মমতায় করেছে অঙ্গার-ম্লান
তোমাকে নয়, বাংলাদেশের প্রান।
হাওয়ায়-ধূলায় কানা কানি
ফুল বনে শোকের ছায়া,
বেবাক হতবাক শুনে কাহিনী-
করুন, ঝরে আঁখিজল-মায়া।
নুসরাত নুসরাত!
ঐ সব শয়তান যত কালো হাত
হবে তার ঝাঁঝালো-সঙ্গত বিচার,
বাংলাদেশ জেগেছে এইবার।