মিয়ানমারকে বলছি
বাঙালিকে যুদ্ধের ভয় দেখাতে এসো না
রক্তের বন্যায় কিভাবে জয়ের নঙ্গর ফেলতে হয় বাঙালী তা জানে।
নিজেদের সার্বভৌমত্বে বসবাসরত রোহিঙ্গাদের উপর গণহত্যা চালিয়ে অন্য দেশে বিতাড়িত করেছো,
তোমাদের মানবতা কতোটা ভঙ্গুর তা দেখেছে এক বিংশ- বিশ্ব।
আমাদের পাহাড়ি অঞ্চলে আমরা শান্তির বার্তা নিয়ে সমঝোতা করে কিভাবে শান্তি চুক্তি করেছি তা থেকে তোমরা শিক্ষা নিতে পারো।
ত্রিশ লাখ শহীদের বধ্যভূমি এই দেশ,
বাঙালিকে ভয় দেখাতে এসো না।
দশ লক্ষ রোহিঙ্গাদের ফেরত নিতেই হবে
কোন অপকৌশলেই এই বিশাল জনগোষ্ঠীকে
বেশি দিন বঞ্চিত রাখা যাবে না
যখন তারা তাদের সার্বভৌমত্বে ফিরে যেতে চায়।
আমরা জানি বেশ ভালোভাবেই জানি তোমাদের দেশে কোন পরিস্থিতি বিরাজমান,
হিংস্রতাকে উগ্রে দিয়ে মর্টার শেলে কোন বার্তা পাঠাও তাও আমরা জানি।
কিন্তু আমরা খুব শান্ত ভাবে শান্তিপূর্ণ সমাধান করে ফেলতে
চায় কূটনৈতিক সমঝোতায়,
আবারও বলে রাখি রোহিঙ্গাদের ফেরত নিতেই হবে
বাঙালিকে জ্বালাতে এসো না জ্বালিয়ে দেবো সব
মনে রেখো সংগ্রামকে হৃদয়ে লালন করে ভালোবাসার-
এক অনন্য জাতি এই বাঙালি এই বাংলাদেশ।