শিকাগোতে ঘাম মিশ্রিত রক্তের যে লাল- নোনা স্রোত কথা বলাতে শিখিয়েছিল ন্যায্যতার,
সেই দিকে মিছিল ছোটে না
ঘামের কটুগন্ধের মজদুরি নামা স্লোগান কে দেয়
আঁতাত আছে তাদের পুঁজিবাদের জলসা ঘরে।
লুইস লিং এর আত্মহত্যার ত্যাগের মহিমা চাপা পরে যায়
পুঁজিবাদীদের মিষ্টি মাহফিলে,
আমরা তো এখন অনেক তবু নিঃশব্দ গুমর কান্নার খবর চাউর হতে দেয় না
পুঁজিবাদের নগ্ন নৃত্যের আওয়াজ বড় বেশি বেড়ে চলছে দিনকে দিন।
মুখের ভিতরে বুকের ভিতরে কতো অধিকারের স্লোগান!
মুক করে দেওয়ার ষড়যন্ত্রে আমরা বাধ্যগত হয়ে গেছি
লাশের খবরে,গুমের খবরে,জলকামানের খবরে,কাঁদানেগ্যাসের উৎপিড়নে,ছাঁটাইয়ের ভয়ে।
আমাদের নোনা ঘামের পারিশ্রমিকে একটা টান থাকুক
সংসারে টান থাকুক ভাতে টান থাকুক কাপড়ে মলিনতা থাকুক- না থাকলে মোসাহেবি সুখে ওদের টান পড়ে
কতৃত্বেবাদে টান পরে পুঁজিবাদে টান পরে।
শ্রমিকের সস্তা জীবন তোমরা যারা নাটকরুপে দেখো
স্যাঁতস্যাতে বেদনাতে যারা নাক ছিটকাও
সাস্থ্যহানি,পুষ্টি বেদনা, অকালে স্কুল,কলেজগামীদের
ঝরে পরা দেখে যারা এ ফাউন্ডেশন ও ফাউন্ডেশন নামের দাতব্য প্রতিষ্ঠান খুলে বসে আছো
তাতেও রয়েছে তোমাদের শ্রেণী বিভাজন সুখ,
শুয়োর মুখো বড়লোক,পুঁজিবাদের লোভী উপাসক!
শ্রমিক মজুর নড়েচড়ে বসো সোজা হয়ে দাড়াও
আন্দোলনের তুফান তোলো আজ
তোমাদের টাকায় বেগমপাড়া হচ্ছে
তোমাদের টাকায় সেকেন্ড হোম হচ্ছে,
তোমাদের টাকায় রাষ্ট্রের অলিতে গলিতে ফাঁক - ফোঁকরে
সমাজে পুঁজিবাদের নগ্ন চাষের তামাশায় যারা মশগুল
চোখের ভিতর আঙুল দিয়ে ধরিয়ে দাও ভুল
ছিনিয়ে নিয়ে এসো তোমাদের কায়িক বেদনার অধিকার ন্যায্যতার অধিকার
অন্ন,বস্ত্র,শিক্ষা, চিকিৎসার সমুন্নত অধিকার।