কবিতাকে সন্তান স্নেহেই ভালোবাসি
ওর অনাদরে আমার হাত নেই,
যার পরশে আমার কবিতা হাসে
নাদুস-নুদুস আর আধো বোলে ক্থা কয়
তার হেলায় কবিতা আমার বড্ড ব্যথা পায়।
ও আর ধরা দেয় না আমার কাছে
ব্ড্ড এতিম ধুলায় গড়াগড়ি খায়,
মলিন বদনে বেড়ায় ঘুরে ফেরে না আর ঘরে।
মা হারার বেদনায় কেদে কেদে খুন আমার কবিতা
কবিতা আমার সন্তান- জননী তুমি তার ,
এসো না অভিমান ভুলে দুজনে মিলে
কবিতা মা মণিকে বড় করি পেলে-পুলে।