কবিতায় বসলেই তোমাকে মনে পড়ে-
ভেসে ওঠে তোমার শ্যাম সুন্দর মুখ,
আসলে কি জানো?জানো না-কি তুমি?
তুমিতো আপাদমষ্তক এক বিখ্যাত কবিতা।
জানি,এ কথা শুনলেই রেগে হবে আগুন,
আমি বেলুন নয় ফু দিয়ে  কাজ হবে না।
    কবিতা না হলে কবিতায় কেন?
কেশে কবিতার গন্ধ,বসনে কবিতার সুবাস-
চাহনীতে-  
মায়াবি ঢেউ কেন? কেন,কেন কেন?
কথার পরতে পরতে কেন জেগে থাকে কবিতা!
তুমি কবিতা না হ'লে আমি কবি হতে চাই কেন?