দুঃখগুলো মুছে ফেলতে ইচ্ছা করে
ডিলিট বাঁটন চেপে
বালিশের পাশ হাতড়িয়ে মুছি
ডায়েরী র পাতা ছিঁড়ে জানালায় ছুড়ে ফেলি
সিগারেট,ছাইদানি সব সব ছুড়ে ফেলেছি
একটা সুন্দর সকালের আশায়।
জানালা খুলে ঐ কৃষ্ণচূড়া গাছ টাকে আর
দেখতে ইচ্ছে করে না
দুঃখরা দানা বেধে আছে ঐখানে,
ঘুমের পিল,রমনা,টি এস সি
সংসদ এলাকা সব ছেড়ে-ছুড়ে
নিঃমগ্নে কথা বলছি আমার কবিতার সাথে।
নাহ তুমি আর এসো না আমার ক্যানভাসে
কালো মেখে দেবো,অনেক কালো কিনেছি
হৃদয়ের দামে তোমারই কল্যাণে,কালো
মেখে দেবো মেয়ে আর এসো না
কিছুদিন একান্ত আমার কবিতার হতে চাই।
নিল প্রজাপতির সাথে কথা হয়েছে
ওরা কোমল-মখমল ডানায় করে
সূর্য ঝলমল শিশির সকালে-
আমাকে ঐ পাহাড় দেখাবে
সবুজ-স্নিগ্ধ আবেশ মেখে -
সব কালো মুছে নেব নিমেষেই
কতকাল একটা সকাল আমার ছিল না!
এই শীতে ঝরে যাব ঝরো ঝরো সুখে
আবার আমি নতুন হবো
বসন্তের বন্ধু হবো নতুন উল্লাসে।
মিনতি তোমার কাছে কালো মেয়ে
আর এসো না
মাকড়শা"র এক বুক দুঃখ আমি-
মুছে ফেলতে চাই ,
কবিতার কসম কালো মেয়ে
আর এসো না কালো নিয়ে।