একুশ তো কোন সংখ্যা নয়
একুশ  অনূভুতি,
একুশ আমার অহংকার
একুশ প্রাণের বাতি।

একুশ আমার ভাষার  প্রতিক
রক্ত দিয়ে কেনা,
বাগ- বাগিচায় পক্ষীকূলে
একুশ বাজায় বীণা।

একুশ আমার শিশুর মুখে
আধো- আধো বোল,
একুশ আমার বুকের কাছে
ঘুম পাড়ানী শিশু- শিশু দোল।

একুশ আমার প্রতিবাদের বুলেট ভরা বুক
একুশ আমার আগুন- ফাগুন খেয়ালীপনা  সুখ,
একুশ আমার ফাগুন মাসের উদাস- উদাস হাওয়া
একুশ মানে মনের কথা মধুর সুরে গাওয়া।

একুশ আমার বাংলারে ভাই
একুশ আমার ভাষা,
একুশেতেই মিটাই সুধা-
মনের সকল আশা।