বেদনা বিধৌত হৃদয় মৃত্যুর খুব কাছাকাছি বসবাস
তপ্ত দুপুর কাঁটা ময় প্রান্তরে তবু দিয়েছিল হাতছানি,
সেই প্রিয় নাম নিয়ে কখনো হয় নি কানাকানি
উড়নচণ্ডী বুকের ভিতর করেছিল কুসুমের চাষ।
তিমির রাত্তিরে নক্ষত্রের মত মিটিমিটি সে কহিত কথা
বেদনা ময় নীরবতা ভাঙ্গিত সে মধুর হাঁসি হেসে-
তারে আমি ভুলি কেমনে হায় জীবনানন্দ! হায় বনলতা!
ছবির মত তাকে আজীবন যাব ভালবেসে।
তোমার জানালায় বসে যদি অচেনা এক পাখী ডাকে
নিমগ্নে তারে কাছে ডাকিও ভালবাসিও প্রান ভরে,
শত ব্যস্ততা অথবা গৃহস্থালি কাজের ফাঁকে ফাঁকে
যদি মন খোঁজে কোন ছবি তারে মনে করে।
নয়নের কিনারে স্বপ্নের ফুল ফোঁটাতো যে অনিন্দিতা রায়
কার ডাকে নতুন বাগে হায়! সে আজ চলে যায়,
হায় স্বপ্নচারিনী থমকে গেছে আজ স্বপ্ন ধারা-বেগ
দুই চোখ হয়ে গেছে রক্তের নদী জল হয়ে গেছে মেঘ।
যে পথ তোমার সেই পথ আর মাড়াতে যাব না কোনদিন
যদি দেখা হয়ে যায় সেই আনন্দ সহিবার শক্তি নাই আর-
এই হৃদয়ে;সেই সব সোনালি সুখে হয়ে যাব লীন
মৃত্যুর বন্দনায় উন্মাদ মন-শব্দ শুনি ঝরা-পাতার।