ফাগুন আসলে আগুন হাসলে-
রাঙ্গা সুখ বটপাতা বুক
চারূমুখের
মধুনহর শব্দগুলি,
ঝরায় দুঃখ ভালবাসার উঠানে।
নিদ্রাতুর আঁখি বসন্তের পাখি-
গান আর জোছ্নার বান
মুগ্ধ রাত্রি চেনা পথ ভূলি।
নয়নের কিনারে কিনারে জল
কত সব কথা কাঁদে পরান তল,
এই রঙ্গিলা বসন্ত ভরাতে পারে নি মন,
তুই নেই সখি তাই একটি অনুক্ষণ!