ভেজাও বরষা ভেজাও মোরে
হাহাক আগুনে পোড়া অন্তরে
আবার চাষ করিবো ভালোবাসা
আবার সবুজ প্রেমের আশা-
জাগে পোড়া অন্তর তল।
চোখ ভরা জল ছ্লছ্ল
বরষা ধুয়ে নাও নোনা জল,
আবার চাষ করিব স্বপ্নের জমিন
বড় ইচ্ছে ফেরাতে সোনালী দিন।
জিবন-মরন সন্ধিখনে পড়ে থাকিতে-
আর পারি না প্রেমভরা ধরাতে,
আমার বেদনার ভেলা ভাসিয়ে নাও
দূর সমুদ্দর; বরষা নতুন আর এক জিবন দাও।