রুপ কথা
রুপকথা আর রুপো গল্পে
জ্বিবন নদে সুখ স্বল্পে।
জ্বিবনে রটনা গল্প গুলি
তুমি হয়তো গিয়েছ ভুলি।
আজ সব সুখ যেনো তার
আর সব দুখ যেনো আমার।
গল্পে গল্পে জি¦বনটা আজ
মনে বুঝি দুখের ত্বাজ।
অক্ত অন্ত রক্ত চোখে
হতাশা এতো তাহার মুখে।
কথা গুলো তার গল্প মানি
সত্য নয় রুপ কথা যানি।