খুজিলে খুজিবে খুজিবার মতো
পাইলেও পাইতে পাড়
রয়েছে অজানা অচেনা যতো
স্বপ্ন আবার একবার।
যেখানে দেখিবে খরকুটা ছাই
দেখিবে সেথায় সুক্ষ নয়ন
দেখিবে সেথায় কিছু নাই
থাকিতেও পারে তোমার আপন।
বাতাসেও তুমি পেতে পার
স্বর্ন মুদ্রা যানি
তাহারে পাইবেনা আর
কত যে অভি মানি।
সুখের মতো দেখিবে তুমি
সুখতো সে নয়
যেখানে খুজিবে দেকিবে আমি
আপন তোমার তয়।