এত ভালোবাসাবাসি আজ পৃথিবীর বুকে ,
চোখ খানা মুছে দেখে নাও সব ছলনার তীরে।
আবেগ টুকু ঝাড়া দিয়ে চোখ খানা মুঝে,
দেখে নাও মন খানা কেমন অজরে কাঁদে।
একখানা তে হয়না আজ মনের প্রশান্তি,
কত খানা দিলে তোমার চলবে মনের চলন্তি।
মনকে বলো তোমার শান্ত হতে ,
না হয় যে চাপা পড়ে যাবে ছলনার তলে।
আহা রাতারাতি কি ছলনাময় মাস্তি,
দিনশেষে আর যখন হয়না স্বস্তি।
অবশেষে বলো এসব সত্যের ক্লান্তি।
ঝেড়ে ফেলে দাও ছলনাময় আবেগের দৃষ্টি,
তবেই তুমি দেখতে পাবে ভালবাসার পৃথিবী।