কি সুন্দর আওয়াজ মধুময় ভর।
চারদিকে অন্ধকার এর ঢল,
বৃষ্টির কোলাহল।
চোখ ভেজা নয়ন খানি,
বৃষ্টি দেখে শুকায় পানি।
চারদিকে নীরবতার প্রবল,
বৃষ্টিতে ভেসে চলে যায় সম্বল।
বৃষ্টির বেশ কত অবশেষ,
নাই তার নাই তলদেশ।
খালি খালি কুপ গুলি,
বড়তে হবে নয়ন মেলি।
বৃষ্টি করো কি দৃষ্টি,
পাকা রাস্তার হও তুমি চামচা।
কাঁচা রাস্তা গুলি থেকে,
করো রাজকীয় ধান্দা।
এটা তো শব্দ নয়,
এটা তো সমাজ।
আর নয় আর নয়,
বৃষ্টির প্রভাব।