হিজাব পরা তোমায় লাগে অনেক বেশ,
মাক্সের তলদেশে তুমি অবশেষ।
চোখের ওই চাহনিতে নৃত্যের টানে,
মন টুকু নিলে আমার কোথাকার বনে।
ভয়েজের আওয়াজ যখন ছুটে আসে মনে,
মধুর কণ্ঠ তখন হৃদয় শিথিল করে।
অধীরা বলে ডাকি যখন তোমায় আমি,
ডাকের সাড়া পেয়ে মন দূরত্বের বোঝা বোঝে ।
সানগ্লাসের আলোয় যখন, মুখ ভরে যায় তোমার।
মুচকি হাসির ঝলকানিতে, মন ভেসে যায় আমার।
অবশেষে বলি আমি, এত সুন্দর কেন তুমি। "অধীরা"