আমি তো ছিলাম হতভাগা নিঃস্ব।
পথিকের মতো মনগড়া শীর্ষ।
নরম কাঠের মত কুয়াশার জলে,
মন খানা মোর ভাসতো।
মনের ফিতা যখন আমি কাটিবার যাই,
কিছু না গো দুখানা আমি বন্ধু পাই।
পাহাড় কিবা সমুদ্র, তাহারি চাইতে মোদের বন্ধুত্ব।
হাজারো মনোবাসনা থেকেও সৌন্দর্য।
দিনভর রাতভর শুধু কথোপকথন,
আহা! তাহা যেন মধুর চাইতেও অমৃত।
পৃথিবীর শীর্ষে মোদের নাম লিখিয়েছি চাঁদে।
এক নহে, দুই নহে, তিনটি মনের সাজে।