আসায় আসায় থেকে,
ফিরেছি সজীব পন্থে।
আহা কি কাতর মনে,
বসেই পঞ্জিকা দেখে।
আসবে আমার আলো,
কোমল ছোয়ায় বেসে।

অন্ধকারে থেকে আমি,
নাহাই দেখতে পাই।
মনবলে ঘড় খানা,
আমি লুটে-পুটে খাই।

ওপারেতে বসে আমি,
এপারেতে ভেবে বলি।
টপটপে আসে ঘোড়া,
পথে আমি দিসে হারা।