মর্মে মর্মে গর্জে যখন,
                 দোয়েল সেনারা।
রক্তে তখন বেসেছিল পটভূমিটা।
ছিল না-গো দেশের খনি,
                ছিল একটি মনের খনি।
তা দিয়ে কি যাবে কেনা  লাল হীরেটা।
দামি দামি ক্ষেপণাস্ত্র,
                যতই করো বাহানা।
হিরে আমি নেবোইগো  কলিজাটা দিয়া।
লাল হীরেটা রাখব যখন,
                 সবুজ পাতাটায়।
বলবে তখন কি আর আমায়,
          আমিতো এখন স্বাধীন।