তুমি স্বাধীন,
তুমি স্ববশ।
তুমি বিশ্বের বুকে,
এক আলোড়ন।
তুমি বীর,
তুমি বীরবল।
পূর্ব থেকে পশ্চিম,
তুমি নও কারো অধীন ।
তুমিই স্বাধীন।
তোমাকে বদ্ধ করেও,
করেছে আবদ্ধ।
কিন্তু তোমার অগ্নিকাণ্ড,
ঝড় তাদের ছুড়েছে নদীর ওপার।
হাজার অভাব-অনটন,
যখন তোমায় কাতর করে যায়।
স্বাধীন দেশের স্বাধীন পাওয়া,
পেট ভরিয়ে দেয়।
উল্টো-পুল্টো মানুষ যখন,
ফুল ছিরিতে যায়।
তোমার স্বাধীন ডাক তখন তাদের,
মন ভুলিয়ে দেয়।
তুমি স্বাধীন,
তুমি নও কারো অধীন