আমি একখানা স্বপ্ন দেখেছি,
গায়ে কোমল ছোঁয়ার স্বপ্ন বেঁধেছি।
শিমুল তুলার পোশাকে,
নদীর পাশে অন্ধকারে হেঁটেছি।

চারদিকে নিঝুম অন্ধকার রাত,
প্রকৃতির টানে বনে বাসা বেধেছি।
ঝুমুরের শব্দে হাওয়ায় যেন ঘুরেছি।

নিঝুম নদীর তীরে, রঙিন ঝিনুকে।
শিমুল তুলার মত, পরীময় প্রায়।
কাকে যেন দেখেছি।

চোখটা টানা টানা, অন্তরে গেঁথেছি।
অবশেষে তাকে যেন, মনে ধরে ফেলেছি।