আমি চাষী, কালো মানুষ।
রোদকে করি সাদা।
দিনরাত করি আমি,
সোনালী মাটির রঞ্জনা।

উর্বর মাটি আমি,
গেটে মেটে করি খাঁটি।
নশ্বরের দেখা মেলে,
চোখ-কান খোলা রাখি।

রৌদ্রের ঝলকে পুড়ে,
বৃষ্টিতে ভিজি আমি।
জ্বর কাশি ঠান্ডা নিয়ে,
চেয়ে থাকি ওপারের তীরে।
হঠাৎ দেখি,সবুজের খেতে।
সোনালী ফসল দোলে।

আনন্দে ফুটে আমার,
হাসি মাখা মুখ।
এখন আমার বুক থেকে,
মুছে গেছে, সকল ছায়া দুখ।