তোমার সেই দিনের মায়াবী চাহনিতেই,
শত সমুদ্রের চেয়েও বেশি ভালোবেসেছি।
সেখান থেকেই অন্ধ আমি।
তোমাকে ছাড়া মোর দুই আঁখিতে,
দেখি না কিছুই।

প্রজাপতি ভ্রমরকে সাক্ষী রেখেই,
প্রকৃতির সুরে তোমায় ভালোবেসেছি।
জানি আমি এটা একতরফা,
তবু তো ভালোবাসা।

তোমার না পাওয়াকে ভালোবাসিনি?
তোমার মায়াবী মুখ, সাদাসিধা মন,
সব মিলিয়ে তোমাকে ভালোবেসেছি।
আমার সাজানো গল্পে তোমাকে,
রানীতে সাজিয়েছি।