নিস্তব্ধতায় এই কোলাহল শহর,
গুনে শেষ নেই নগরের লাল-নীল প্রহর।
চারদিকে নিঝুম ঝলসানো রাত্রির আঁধারে,
ব্যস্ত নগরের সুরের বাঁশি কাঁপছে।
ল্যাম্প পোস্টের নিচে জলসানো আলোয়,
হাসিমাখা নগরে আমার দোকান খানি।
একেলা দাঁড়িয়ে কত মানুষের গল্প শুনি।
রঙিন পথচারীদের আড্ডা খানায়,
গামছা বাধা দাঁড়ানো আমি এক মালকিন।
হাজার ব্যস্ততায় সারা জাগানোর মাঝে,
আর কেউ নেই যে নিঝুম প্রহরে।
আজ নিঝুম রাত্রে আমি আশায় আছি,
হাজার জোড়াতালির গল্পে নায়কে সাজি।
কোথায় তোমরা এসো না গো এই নগরে,
কতদিন পথদুলির শব্দ শুনি না নিঝুম দোকানের মাঝে।