গ্রামের ছেলে আমি,
মস্ত ঘরের শাড়ি।
মাঝে মধ্যে স্বপ্ন দেখি,
রাজপ্রাসাদে থাকে।

সকাল-বিকাল নেই তো আমার,
রাত্রি পোহায় যখন।
এপার থেকে ওপার পারি।,
অসাধ্যকে সাধন।