একা ছিলাম ভালো'ই ছিলাম,
কেন যে এলে তুমি?
তুমি এলে ভালো বাসলে,
পড়ে কেন চলে গেলে?
কে তুমি?
কেন এসেছিলে?
কেন আবার চলে গেলে?
আমার মোনের ছোট্ট ঘরে,
রেখে ছিলাম জতন করে।
মোনটা আমার ভেঙ্গে চুরে,
চলে গেছ কোন সে ধূরে?
কেনো'ই বা এসেছিলে?
আর,কেনো'ই বা চলে গেলে?