পটুয়াখালী জেলার কুয়াকাটা গ্রামে ৫ই এপ্রিল ১৯৯৮ সালের বাংলা ২২শে ফালগুন ১৪০৪ খ্রিষ্টব্দে জন্মগ্রহন করেন। আমি এই পৃথিবীতে আশার আগেই বাবা "মা"কে ছেরে চলে যায় । আমি পৃথিবীতে আশার আরাই বছর পর "মা" পৃথিবী ত্যাগ করে। তখন শুরু হয় আমার দুঃখী জীবন।
দুঃখের সাথে জন্ম আমার পাইনি সুখের ধারা,দুঃখ আমার চির সাথী আমি সর্বহারা।
প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভালো'ই ছিলাম। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছিলাম অনেক কষ্টে। এখন আবার যাচ্ছে ভালো'ই উচ্চ মাধ্যমিকে। তার পরে কি হবে জানিনা আমি,জানেন জিনি প্রভূ তিনি।
ভুল হলে ক্ষমা করবেন হে পাঠক গন।