তুমি
ইচ্ছেনদী হতে যদি,চাইতাম যেমন
বইতো তেমন জলধারা।
পাষাণ পাহাড় পেরিয়ে,
ঝরনা হয়ে আসতে যদি কুল কুল কুল নিরবধি,
তোমার বুকে নাও ভাসিয়ে হয়ে যেতাম আত্মহারা।
নাও বাসিয়ে তোমার বুকে,
শ্যাম বনানী পেরিয়ে গিয়ে,তেপান্তরের মাঠ ছাড়িয়ে,
ফুল ফসলে ভরিয়ে দিয়ে বইতো সুখে জীবনধারা।
কুলভাঙ্গা ঢেউ উঠলে পরে শক্ত হাতে বৈঠা ধরে
রুখথাম ঢেউ বেপরোয়া।
ইচ্ছেনদী হতে যদি,চাইতাম যেমন
বইতো তেমন জলধারা।।