আমার মাঝে আমি খুঁজি আমার আমি কই
আমার আমি পাইনা খুঁজে অবাক চেয়ে রই।
কোন অঙ্গে আমি আছি কোন অঙ্গেতে নাই
আমার আমি পাইনা খুঁজে খোঁজা খুঁজি বৃথাই।
জগত জুড়ে খুঁজার পরেও পাইনা আমির ঠাঁই
তবু আমার হৃদয় জুড়ে অহমবোধের বড়াই।
হাছন,লালন পাইনি খুঁজে অচিন পাখির দেশ
খাচার ভিতর আসে যায় তবু পাখি নিরুদ্দেশ।
আরশি নগরের পড়শি সেজন আমার কভু নয়
তবু আমার মাঝে বসত করে আমার মাঝেই রয়।
সেই সে সেদিন হস্ত পদ স্কন্ধ মাথা সবই রবে পড়ে
যেদিন আমার আমি থাকবে না শুধু হৃদয় জুড়ে।
সোনার দেহ বিলীন হবে আমার আমির অভাবে
সবই যাবে অতল তলে শুধু আমার কর্মটুকুই রবে।
তাইতো বলি সময় থাকতে সৎ কর্ম কর ভোলা মন,
করি স্বার্থ বলি পর হিত তরে করো কর্ম সম্পাদন