অর্থ ধনে ধনী হয়ে বড়াই করো কত,
মনের ধনে ধনী যারা তারাই ধনী প্রকৃত।
পাঁচ তলাতে শুয়ে করো লক্ষ টাকা দান,
সবাই জানে লক্ষ্য তোমার সামাজিক সম্মান।
রিক্সাওয়ালা দুপুর বেলা পরিশ্রান্ত দেহে,
বিশ্রাম করে ইট মাথাতে গাছ তলাতে শুয়ে।
এমন সময় টোকাই এক, ক্ষুধায় কাতর বলে,
ভাত খাইনি দুদিন ধরে,মা বস্তুিতে জ্বরে,
ঝরঝরিয়ে নয়ন বারি ঝরে, বদন বেয়ে।
সারাদিনের রিক্সাটানা জমা, দিলো দিয়ে।
কোন অর্থ অমূল্য অর্থ, বিচার করে দেখো,
এক টাকা আর লাখ টাকা সমান হবে নাকো।
এক টাকা ঢের অধিক,লাখ টাকার থেকে,
টাকার বড়াই করো তুমি এসব স্মরণ রেখে।
গরিব দুঃখীর দুঃখ ঘুচাতে নিত্য করো কাজ,
তাদের তরে বিলিয়ে দাও সকাল বিকাল সাঁঝ।
তবে গরীব দুখী হবে সুখী এই দুনিয়ার মাঝ, তুমি,ধনী,তুমি জ্ঞানী, তোমায় মানবে সমাজ।।