একটি কবিতা লিখবো
সয্যাসঙ্গীকে বিরাহানলে দগ্ধ করে
কল্পলোকের স্বরসতীর আরাধনায় মগ্ন।
স্বরসতী এল না বীণা হাতে
সুরের মুর্চ্ছনায় মুগ্ধ করে
কাব্যলক্ষ্মীর কাব্য ভাণ্ডার
উন্মুক্ত করার প্রেরণা নিয়ে
স্বরসতীর সতীত্বের আঁড়ালে
কাব্যলক্ষ্মীর অবগুণ্ঠন রইলো বিমুর্ত
কাব্য প্রয়াস ব্যর্থ
নীরব কবি রইলো নীরব।।