কোন এক সুন্দরীকে
হাতেতে কচুরিফুল নাকেতে নোলক
বিনিন্দিত ইন্দু তার রূপের ঝলক,
তার চিকুরে শোভা পায়, চম্পক ফুল,
মনমুকুরে দেখি তারে ভাবেতে ব্যাকুল।
শ্বেত শুভ্র শঙ্ক চিহ্ন হস্তেতে ধারণ
রাধা সনে ভল্লব তার, রূপে মরা অকারণ।
আখি পল্লব বল্লম সম করে যে ঘায়েল ,
ঝুমুর ঝুমুর বেজে উঠে পায়েতে পায়েল।
ভাঙ্গা ভুরু জোড়া দেয় দিয়ে লাল টিপ,
যত দেখি বাড়ে স্বাদ হই দিকবিদিক।
কানেতে কানপাশা অতি খাসা রূপ
আহা! মরি মরি! একি অপরূপ রূপ।
ওষ্টাধারে ওষ্টরঞ্জক যেন প্রজাপতি,
বিদ্যাতে বিদ্যাপতি যেন সরস্বতী।
কপালে সিঁদুর আঁকা কপোলে টোল,
নাসিকা বাঁশির ন্যায় অতি সুঢৌল।
গলেতে শোভে তার চন্দ্রাবলী হার,
রূপ দেখে পথ ভোলে মদন মনোহর।
অভাষে আভাস দিলাম রূপের বাহার,
রূপসুধা পরম ক্ষুধা ভোগে ভল্লব তাহার
ভাষাহীন মুক আমি ভাষা দিতে নারি,
ইচ্ছা করে রূপ সাগরে নাও ডুবায়ে মরি।