পারের নেয়ে আসবে ধেয়ে,
যাবে তোমায় সঙ্গে নিয়ে
সেই দিনেরই অপেক্ষায়
ঘাটে বসে কাল কাটায়।
আসবে সমন করবে দমন
সঞ্চয় কিছু করছো মন?
পারের কড়ি সঙ্গে নাও
ষড়রিপু রুখে দাও।
যত জারিজুরি বাহাদুরি
ছাড়বে নাকো,আসলে অরি,
নেবে তোমায় সঙ্গে করি,
যার নাম ধন্বন্তরি ।
বাণিজ্যের এই গঞ্জে এসে
জপো তারে শ্বাস - প্রশ্বাসে।
অশেষ যা শেষ নিঃশ্বাসে
সঞ্চয় করো দিনশেষে।