আজ,
ঘুচছে সুদিন
আসছে কুদিন
ঘোর দুর্দিন।।

যত,
চাপাবাজ  
করছে রাজ,
নষ্ট সমাজ।।

অত্যাচারী,
করছে ভোগ
রাজভোগ
উপভোগ ।।

জনগন,
গনিমাত
হচ্ছে মাৎ
কুপোকাৎ।।