১
এল মাহে রমজান
নিয়ে মুক্তির ফরমান
সিয়াম সাধনা নীরে
বিশ্ব মুসলমানেরে
সতত করিয়ে স্নান
দিল সে পরিত্রাণ
কাম ক্রোধ পরিহরি
লোভ মোহ দূর করি
পাইল বিবেক জ্ঞান
এ ধরার মুসলমান।।
২
বর্ষ শেষে রমজান আসে
পৃথ্বী দেশে সংযম আসে
শিশু যুবা ত্যাগী ক্ষুধা হাসে সদা
মারহাবা একি সুধা দিলে খোদা
নিদ্রা ত্যাগী মুসলিম জনে
রাত্রী জাগি তসলিম আনে
স্রষ্টা শানে কায় মনে চায় ক্ষমা
দীন জনে যত পাপ আছে জমা।।