১
সিন্ধু মাঝে ঝিনুক থাকে
ঝিনুক মাঝে মণি
রূপ সাগরে ডুব না দিয়ে
কেমনে তুলে আনি
২
আসবো আমি রূপসা পার
দেখবো তোমার রূপ সাগর
খেলবো সেথায় ডুব সাঁতার
তুমি সিন্ধু রত্নাকর
লুটবো তোমার রত্নাগার
হীরা মনি মুক্তা হার।
৩
রূপসা পারের রূপ নগরের রূপের রূপসী
রূপে রূপে অপরূপে রূপ নাগরে পরালে ফাঁসি।
৪
বহু দিনের মনের কোণের সুপ্ত আমার বাসনা
এষা বেশে এসো তুমি মিটাও গুপ্ত বাসনা
৫
রূপসা পারের কন্যা তুমি
রূপসা পারে ঘর
তোমার লাগি পরাণ আমার
কাঁদে নিরন্তর।