তুমি আমার চন্দ্রাবলী
তুমি আমার রাই
আমি তোমার প্রেম পাগল
পাগলা কানাই
এস অতি শিঘ্র গতি
যমুনা কূলে
এস সেথা আমি যেথা
বাজাই বাঁশী বসি নীপমূলে
এস এস ব্রজবালা
এস অয়ন রাণী
ক্ষণে ক্ষণে তনুমনে
তোমায় স্মরি, কৃষ্ণ মুরারী
মন মথুরায় ধেনু চরাই
আমি নন্দ লাল
এস তোমার পসরা নিয়ে
এস এই কাল
চাই না আমি পসরা কোনো
চাই পসারীনী
সুক্তি মাঝে মুক্তা তুমি
তুমি হিরামনি
দধি দুগ্ধ বিকাও তুমি
দিবো নাকো বাঁধা
প্রেম যমুনায় মাঝি আমি
তুমি হৃদয় রাধা
আসলে তুফান উঠলে
জোয়ার মাঝ দরিয়ায়
এস আমার বক্ষ জুড়ে
তোমার সেথা ঠাঁই
বক্ষ মাঝে সকল সুধা
মিঠবে মনের জ্বালা
তুমি আমার ব্রজবালা
আমি চিকন কালা
মদন বাণ হানবো তোমায়
করবো জর জর
তুমি আমার মনোহরী
আমি মনোহর
২
আজি এ গোকুলে
বসি নীপমূলে
অধরে মুররী
রাধা নাম ধরি
ওলো সহচরী
বল ত্বরা করি
কে ডাকিছে বল
এল বুঝি অলি
মৌবনে বনমালী
আমি অবলা নারী
বাঁশী সইতে নারি
ত্বরা ঘর ছাড়ি
আয় শিঘ্র করি
জল আনার ছল।।