তুমি নহ মানবী, তুমি দেয়াসিনি
আমি স্বপ্ন বিলাসী দেবকী সুত এক।
কল্পনার গোকুল গোঠে ধেনু চরাই,
ধ্যান করি বাশঁরী সুরে।
দেবলোক হতে নেমে আস তুমি
লোক লজ্জা, পতি অয়ন,
দেবারী ভয়,সকলই তুচ্ছ
জটিলা কুটিলা করি হেলা
নেমে এস তুমি,
যমুনা কূলে
নীপ মূলে
হে মোর মানস রাই।।