১
রূপের নাগর আমরা সবাই,
বাইরের রূপ খুঁজি।
আসল রূপ অন্তরেতে,
আমরা থাকি বুঝি।
২
সুখেও হাসি দুঃখেও হাসি,
হাসির রাজ্যে বসবাস।
সব হাসি নয়তো হাসি,
কিছু হাসি উপহাস।
৩
হনুরা হেগে যায়,
তৃণেরা নিরব রয়।
কিছু নাহি কয়।।
তৃণেরা জাগবে যবে
হনুরাও ভাগবে তবে।
হাগাও বন্ধ হবে।।