বেল তলাতে যায় না ন্যাড়া
বেল পড়বে বলে।
তাল তলাতে যেয়ো না কেউ
ভাদ্র মাসের কালে।
ভাদ্র মাসে ভাদ্র বধু
তাল কুড়াতে যায়,
জানে না সে তাল গাছেতে
শাঁক চুন্নী রয়।
শাঁক চুন্নী শাঁখ বাজায়
মৃদু মন্দ বায়ে
ভাদ্র বধু কাঁপে শুধু
শাঁক চুন্নীর ভয়ে।
এমন সময় দাঁড়াম করে
পড়লে পরে তাল
বুক দুরু দুরু কাঁপে শুধু
ভয়েতে নাকাল।
ভয় পেয়ে তাল ফেলে
জোরে দেয় ছুট,
সন্মুখে দেখে এক
কালো কুক্কুট।
কুক্কুটে দেয় ডাক
কুক্কুরু কু বলে,
ভাসুর তার বলে ওরে
তাল তলায় কেরে?
একি হাল নাজেহাল
বলো ভাদ্র বধু
তাড়া কি করেছে তোমায়
কেউ শুধু শুধু,
শাঁখ চুন্নি আছে দেখো
তাল গাছতে,
দাদা ভাই সে আমায়
তাড়া করেছে।
চলো চলো আমি আছি
ভয় কি তোমার,
যেই হোক মেরে তারে
করবো চুরমার।
ওই গাছেতে বসে সে
বলেছে দাঁড়াম,
( হা হা হা)
তাল পড়ার শব্দ ওটা
আহা!কি আরাম!
( দেখ)
মস্ত তাল পড়ে আছে
তাল তলাতে,
তালের শব্দে ভাদ্র বঁধূ
ভয়তে কাঁপে।