ধান থেকে চাল হয়
চাল থেকে ভাত,
পাত পেড়ে ভাত খাই,
খাই ধুয়ে হাত।
চাল থেকে ভাত হয়
আর হয় মুড়ি,
খই মুড়ির জুড়ি নেই
খেলে ভরে ভুড়ি।
ভুড়ি ভরে ভুরি ভোজ
করি যদি রোজ,
বদ হজম হলে লাগে
ওষুধের ডোজ।
ধান থেকে চাল হয়
আর হয় চিটা,
চিটা থেকে জ্বালানি হয়
চাল থেকে পিঠা।
পিঠা খেতে মিঠা লাগে
মা যদি করে,
মজা করে পিঠা খাই
খাই পেট ভরে।
ধান থেকে চাল হয়
তুষ হয় আর,
আর আর কি হয়
বলা দরকার।
ধান থেকে চাল হয়
আর হয় কুড়া,
কুড়া থেকে পশু খাদ্য
পালি ছাগল,ভেড়া।
চাল থেকে কুড়া হয়
কুড়া থেকে তেল,
ভাত অভাবে লাগলে ক্ষুধা
দুনিয়াটা হেল।
ধান থেকে চাল হয়
গাছ হয় খড়,
খড় খায় গরু, গাধা,
ঘোড়া, ভেড়া, খচ্চর।
চাল ভাত খই মুড়ি
পিঠা আর পুলি,
তেল আটা ময়দা খই
কত আর বলি।
(তাই বলি)
ধান চাষে মন দাও
যত চাষী ভাই,
ধান ধনে ধনী হয়ে
দেশ বাঁচানো চাই।।