অবসান
ভ্রমর কালো চোখ দুটি তার ভ্রমর কালো চোখ,
ভ্রুর কোণে বাঁকা ধনুক দেখি অপলক।
অপলকের অলক্ষ্যতে ছোড়ে ভ্রুর বাণ,
হৃদয় চিরে বেরিয়ে যায় ক্ষত অম্লান।
ক্ষত থাকে অক্ষত যতই মলম দাও,
নিশিদিন অমলিন মলম দেওয়া ফাও।
মলমেতে যায় না ক্ষত হৃদয় কুরে খায়,
হৃদয়পুরে শান্তি নামে তমাল তরুর ছায়।
তমাল ছায়ে মুরারির বায়ে মুরলীর ঝংকার,
মুরারির মরলা নীরে নেভে প্রেম অঙ্গার।