বৈশাখে হাঁকে দেয়া,কাঁদে চাতকি,
ঘোর বজ্রনিনাদ, আসে মেঘনাদ,
ঝরঝর ঝরে বারি।
বহে বায়ু হু হু হু, হাঁকে দেয়া মুহূর্মূহু,
কড় কড় পড়ে বাজ,
শম্পা প্রভায়,ক্ষণিক হিরন্ময়
শষ্পা জাগে আজ ।
ছিল নাকো জল,তৃণ হীন বল
ছিল ম্রিয়মাণ,
পেয়ে বারি ধারা,সতেজ চেহারা
দেখো বিরাজমান।।
নাতিজল সরোবর ভরা জলে টলমল
নব জলধারা
পেয়ে মৎসকুল ভাবেতে আকুল
আহ্লাদে আত্মহারা।।
বাজিছে কেয়ুর, নাচিছে ময়ূর
ময়ূরী সনে,
দূর হয় জ্বরা,সুচি হয় ধরা ,
নব বরিষনে।।