মৌনী
তোমার কবিতা অজস্র নৈঃশব্দে গাঁথা এক
কাব্যমালা,
প্রতিটি কাব্য কণিকার ক্ষণিক হিরকছটায়
আমি আবেশিত, স্পন্দিত।
পড়েছি সে কাব্য
শূণ্য… শূণ্য.. মহাশূণ্য…..
নৈশব্দের এক মহাকাব্য
মহা তৃপ্তিকর।
লিখো না তুমি শব্দগাঁথা,
শুধু নৈঃশব্দের কবিতা লিখো।
আমি আকণ্ঠ বুঁদ
সে কাব্যসুধা পানে।
হিমালয়সম মৌনতায় পড়ি
তোমার মৌন কবিতা,
তোমার কাব্য
সাহারা বুকে ওয়েসিস,
নাইটেঙ্গেলের মন ভুলানো সুর
আমি সে কাব্য নেশায় চুর।