নীরব নিশীত রাতে
ডেকেছিলাম তোমায়
এসেছিলে কাছে
ঐ নরম হাতে
ছুয়েছিলে আমায়
গভীর কামনাতে।
তারপর দুজন  দুজনায়
হাত রাখি হাতে
ডুবেছিলাম
প্রেম যমুনায়।