অমাবস্যায় তারার মেলায়
তারা হিরক দ্যুতি ছড়ায়
তারকার স্বরূপ কিন্তু
পাই না রূপের পূর্ণিমায়,
জেনে রেখো জ্বলতে জ্বলতে
সলতে যত হয় কালো
স্বরূপ রূপে ততই কিন্তু
উজালা হয় আলো
অমানিশায় ভয় না পেয়ে
খুলে দেখো হৃদয় দুয়ার খানি
হৃদয় দিয়ে অনুভব
জোৎস্না সেতো- অমানিশার দান-ই।