শুনে মুরারির মধুর মুররী,ঘরে রইতে নারী,
নাম ধরিয়া বাজায় বাঁশি রাধা রাধা করি।

যমুনা তীরে নিপো মূলে আমি পাইনা মুরারি,
তার নামেতে কলসি ধরি যমুনা দিই পাড়ি।

কদম তলে খুঁজে তার পাই না দরশন,
বাঁশির সুরে রাখাল রাজা হরণ করে মন।

কোঁকড়া চুল, ঝাকড়া মাথা,রাখল আমার কোথা?
সে বিহনে আজকের দিনে জীবন আমার বৃথা।

সে যে ভালোবেসেছিল ওই না কদম তলে,
সেই সে কথা মনে হলে হৃদয় উথলে পড়ে।

তারে ছাড়া বৃথা আমার বসন্তের এই দিন,
আগুন ঝরা ফাগুন দিন তার বিরহে মলিন।

কুহু শুরে কর্ণে কোকিল ঢালছে বিষ বাণ,
তার বিরহে অন্তর পোড়ে পোড়ে যে প্রাণ।

আজ কোথা আমার মনচোরা মদন মোহন,
তারে বিনে যমুনা নীরে সপিবো এ জীবন।

অবশেষে কানু এসে ভালোবেসে দিল দরশন,
প্রেমাবেশে মদন আশে,রাধা তারে দিল আলিঙ্গন।