চাপাবাজের চাপায় পড়ে খাচ্ছে চাপা জনগণ,
চাপাবাজির চিপায় পড়ে যাচ্ছে পিষে তনুমন।
চাপাবাজ চোপার জোরে করছে শাসন শোষণ,
চাপাবাজদের চেনা দায় দেখে বসন ভুষণ।
কর্মকালে অষ্টরম্ভা কথার বেলায় বড় গলা,
তলে তলে পুকুর চোরা উপরতে জপেরমালা।
ফন্ধি ফিকির ধান্দাবাজীর জুড়ি মেলা তার ভার।
চাপাবাজির চিপায় পড়ে আজ দুনিয়া আন্ধার।
ঠিক রাখা দায় মতিগতি, নষ্টেরা সমাজপতি,
মারে কোপ বুঝে ঝোঁপ,দেখায় তাদের কেরামতি।
চাপাচাপি রোখো তুমি নিজ বিবেক রাখো সজাগ,
দ্বিধা ধন্ধ অপছন্দ ঝেড়ে ফেলে রোখো চাপাবাজ।
স্ববলে হও বলিয়ান,ভর কর আত্মশক্তিতে,
দেখবে তারা করবে কুর্নিশ তোমায় স্বভক্তিতে।