অরণ্যচারী আদিম মানব যুঝিছে প্রতিক্ষণে,
প্রকৃতি, শ্বাপদ সনে রক্ষায় প্রিয়জনে,
দিনান্তে যা কিছু মিলেছে শিকার করিভাগ,
সবাকার সনে পুরিছে উদর।
যুথ জীবন যাপিছে সুখ দুঃখে সমভাগি ,
স্বজন বিপদ রুখিতে যুঝিছে আপন আত্মত্যাগী।
তারপর।
আপন প্রয়োজনে করিছে উদ্ভাবন,
সভ্যতার নব যৌবন।
সভ্যতার নগরে আজ রুদ্ধ বাতায়ন,
পরার্থে নয় কেহ, নিজ স্বার্থে কহে সভ্যতার বচন।
দিন দিন হীন আজ মানব সভ্যতা,
মিথ্যা, যুদ্ধ, হিংসা, দ্বেষ ঘোষিছে বর্বরতা,
বর্বর আজি মানব কুল শ্বাপদ হতে হীন,
করি কামনা ঘুচুক দীনতা আসুক নতুন দিন।
লোভ, মোহ, হিংসা, দ্বেষ, ফেলি পশ্চাতে ,
মানবকুল হোক অগ্রগামী,
হীনতা দীনতা নিপাত যাক, আসুক সুন্দর আগামী।।